আমরা যারা ফ্রিল্যন্সার তাদের কাজের কোন নির্দিষ্ট সময় থাকে না; আমরা যেমন রাত ১২টার পর কাজ শুরু করতে পারি, তেমন আবার ভোর ৫টায় উঠে কাজ করতে পারি। বেশির ভাগ সময় আমাদের কোন অফিস থাকে নি, তাই আমাদের সকালে ঘুম থেকে উঠে ফর্মাল কাপড় পরে কাজে যেতে হয় না। আমরা বাসায় যা পরে থাকি তাই নিয়ে, সকালে উঠে এক কাপ কফি হাতে নিয়ে ল্যাপটপের সামনে বসে যেতে পারি। হ্যাঁ, আমাদের এই পেশাটা একটু আরামের, কিছু কিছু দিক দিয়ে অনাড়ম্বর ও ঘরোয়া, কিন্তু তার মানে এই নয় যে ফ্রিল্যান্সিং-এ কোন প্রফেশনালিস্ম বা পেশাদারীত্ব থাকবে না। ফ্রিল্যান্সিং একটা পেশা, তাই এখানে কিছুটা পেশাদারীত্ব অবশ্যই থাকতে হবে।
ফ্রিল্যান্সিং-এ "পেশাদারীত্ব" থাকা মানে আপনার কোন ক্লাএন্টকে "স্যার" বলে ডাকা নয়, বা বইয়ের ভাষায় কথা বলা নয়। আপনি স্বাভাবিক থেকেও, বন্ধুসুলভ থেকেও একজন "পেশাদার" হতে পারেন। জেনে নিন, একজন আন্তর্জাতিক ক্লায়েন্ট আপনার কাছে কেমন ব্যবহার আশা করেন।
"আমি ফ্রিলেন্সিং করতে চাই।"
"আমি কি ফ্রিলেন্সার হতে পারবো?"
"আমি ফ্রিলেন্সিং শিখতে চাই।"
এই প্রশ্নগুলো প্রায়ই শুনি, কিন্তু উত্তরগুলো হয় ভিন্ন। আমাকে বলতে হয়, "ভাইয়া/আপু, আপনার প্রশ্নটাই আসলে ঠিক নয়। ফ্রিলেন্সিং শিখবো বা ফ্রিলেন্সিং করবো বলে আসলে কিছু নেই!"
তাহলে? ব্যাপারটা আসলে কি - ফ্রিলেন্সিং কোন স্পেশাল কাজ না যেটা আপনি শিখতে পারবেন, অথবা যেটা কম্পিউটারের সামনে বসে আপনি করতে পারবেন। আপনি যেই কাজটা পারেন, বা করতে চান, সেটাই আপনি একজন ফ্রিলেন্সার হিসেবে করতে পারেন।