"আমি ফ্রিলেন্সিং করতে চাই।"
"আমি কি ফ্রিলেন্সার হতে পারবো?"
"আমি ফ্রিলেন্সিং শিখতে চাই।"
এই প্রশ্নগুলো প্রায়ই শুনি, কিন্তু উত্তরগুলো হয় ভিন্ন। আমাকে বলতে হয়, "ভাইয়া/আপু, আপনার প্রশ্নটাই আসলে ঠিক নয়। ফ্রিলেন্সিং শিখবো বা ফ্রিলেন্সিং করবো বলে আসলে কিছু নেই!"
তাহলে? ব্যাপারটা আসলে কি - ফ্রিলেন্সিং কোন স্পেশাল কাজ না যেটা আপনি শিখতে পারবেন, অথবা যেটা কম্পিউটারের সামনে বসে আপনি করতে পারবেন। আপনি যেই কাজটা পারেন, বা করতে চান, সেটাই আপনি একজন ফ্রিলেন্সার হিসেবে করতে পারেন।
"আমি কি ফ্রিলেন্সার হতে পারবো?"
"আমি ফ্রিলেন্সিং শিখতে চাই।"
এই প্রশ্নগুলো প্রায়ই শুনি, কিন্তু উত্তরগুলো হয় ভিন্ন। আমাকে বলতে হয়, "ভাইয়া/আপু, আপনার প্রশ্নটাই আসলে ঠিক নয়। ফ্রিলেন্সিং শিখবো বা ফ্রিলেন্সিং করবো বলে আসলে কিছু নেই!"
তাহলে? ব্যাপারটা আসলে কি - ফ্রিলেন্সিং কোন স্পেশাল কাজ না যেটা আপনি শিখতে পারবেন, অথবা যেটা কম্পিউটারের সামনে বসে আপনি করতে পারবেন। আপনি যেই কাজটা পারেন, বা করতে চান, সেটাই আপনি একজন ফ্রিলেন্সার হিসেবে করতে পারেন।
একজন ফ্রিলেন্সার কে? যে বাসায় বসে কাজ করে? যে রাত জেগে কাজ করে? যে বাসায় বসে হাজার হাজার ডলার কামাই করতে পারে? ঠিক তা নয়!
ফ্রিলেন্সার সেই যে নিজের মত করে কাজ করতে পারে, নিজের মতো নিজের কাজ/প্রজেক্ট পছন্দ করতে পারে, যে কোন অফিসের বা নির্দিষ্ট কোন বসের অধীনে কাজ করে না - তা সে বাসায় বসেই কাজ করুক, আর দিনে কাজ করুক। আমি বসে আছি বাংলাদেশে, আমার ক্লায়েন্ট বসে আছে অস্ট্রেলিয়াতে, আর আমি তার হয়ে একটা কাজ করে দিচ্ছি। সব যোগাযোগ হচ্ছে ইন্টেরনেটে, ফোনে; কাজ শেষ হলে সে আমাকে আমার প্রাপ্য দিয়ে দিচ্ছে - আমি হলাম তার কাছে একজন ফ্রিলেন্স কর্মী। আমি কি কাজ করছি? আমি তার ওয়েবসাইটের জন্য একটা লেখা লিখে দিচ্ছি, বা তার ওয়েবসাইটটা বানিয়ে দিচ্ছি, বা তার ব্যবসার হিসেব রাখছি, বা তার যা যা রিসার্চ দরকার করে দিচ্ছি। আমি নিজে যা পারি তাই করে দিচ্ছি আমার বিদেশি ক্লাএন্টের জন্য।
ফ্রিলেন্সার সেই যে নিজের মত করে কাজ করতে পারে, নিজের মতো নিজের কাজ/প্রজেক্ট পছন্দ করতে পারে, যে কোন অফিসের বা নির্দিষ্ট কোন বসের অধীনে কাজ করে না - তা সে বাসায় বসেই কাজ করুক, আর দিনে কাজ করুক। আমি বসে আছি বাংলাদেশে, আমার ক্লায়েন্ট বসে আছে অস্ট্রেলিয়াতে, আর আমি তার হয়ে একটা কাজ করে দিচ্ছি। সব যোগাযোগ হচ্ছে ইন্টেরনেটে, ফোনে; কাজ শেষ হলে সে আমাকে আমার প্রাপ্য দিয়ে দিচ্ছে - আমি হলাম তার কাছে একজন ফ্রিলেন্স কর্মী। আমি কি কাজ করছি? আমি তার ওয়েবসাইটের জন্য একটা লেখা লিখে দিচ্ছি, বা তার ওয়েবসাইটটা বানিয়ে দিচ্ছি, বা তার ব্যবসার হিসেব রাখছি, বা তার যা যা রিসার্চ দরকার করে দিচ্ছি। আমি নিজে যা পারি তাই করে দিচ্ছি আমার বিদেশি ক্লাএন্টের জন্য।
এর সাথে রাতে কাজ করার, বা বাসায় বসে কাজ করার, বা 'ফ্রিলেন্সিং' শেখার কিছু নেই! সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার।
তাহলে আপনি কি শিখতে পারেন? আপনি একটা কাজ শিখতে পারেন, বা যে কাজ আপনি আগে থেকেই জানেন, সেটা আরও ভালো করে শিখতে পারেন, অথবা যেই কাজে আপনার আগ্রহ আছে তা শিখতে পারেন। যেমন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, এসইও, গ্রাফিক ডিজাইন, লেখালেখি বা অন্যকিছু। আমি মনে করি যেই কাজে আপনার আগ্রহ বেশি বা যেই কাজ আপনি ভালবাসেন, সেটাই আপনার শেখা উচিৎ, সেটা আপনার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড হোক আর না হোক।
তাহলে আপনি কি শিখতে পারেন? আপনি একটা কাজ শিখতে পারেন, বা যে কাজ আপনি আগে থেকেই জানেন, সেটা আরও ভালো করে শিখতে পারেন, অথবা যেই কাজে আপনার আগ্রহ আছে তা শিখতে পারেন। যেমন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, এসইও, গ্রাফিক ডিজাইন, লেখালেখি বা অন্যকিছু। আমি মনে করি যেই কাজে আপনার আগ্রহ বেশি বা যেই কাজ আপনি ভালবাসেন, সেটাই আপনার শেখা উচিৎ, সেটা আপনার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড হোক আর না হোক।
...আর শিখতে পারেন আন্তর্জাতিক মার্কেটপ্লেসগুলোতে কিভাবে এপ্লাই করবেন সেটা।
আন্তর্জাতিক বেশ কিছু মার্কেটপ্লেস আছে যেগুলোতে আপনি কাজ খুজতে পারেন । যেমন, Upwork (যেটা আগে oDesk ও Elance ছিলো), Freelancer, Fiverr, PeoplePerHour, 99Design, iFreelance, ProjectForHire, ইত্যাদি। এদের মধ্যে Upwork ও Freelancer সবচেয়ে পরিচিত। গ্রাফিক ডিজাইনারদের পছন্দ 99Design ও Fiverr, আর ওয়েব ডেভেলপারদের জন্য আছে Toptal ও Envato। যারা লিখতে পছন্দ করেন তাদের জন্য আছে Constant-Content ও Make A Living Writing। এভাবেই আপনি খুজে নিতে পারেন আপনার পছন্দের প্ল্যাটফর্ম।
কেমন হয় এই অনলাইন প্ল্যাটফর্মগুলো? ঠিক যেমন চাকরীর খোঁজ দেয়া ওয়েবসাইটগুলো, যেমন bdjobs.com বা JobsA1.com. এখানে ক্লায়েন্টরা অপেক্ষা করে আছে তাদের কাজ নিয়ে, তাদের সাধ্যমত বাজেট সহ। আপনি যদি এমন কোন কাজ পান যেটা আপনি ভালো পারবেন, যেটার বাজেট আপনার সাথে মিলে, এবং যেই কাজ করতে আপনি আগ্রহী, আপনি সেখানে এপ্লাই করতে পারবেন। যদি ক্লাএন্ট আপনাকে পছন্দ করে, যদি সে মনে করে আপনি কাজটা পারবেন, তবে সে এই কাজটাতে আপনাকে সুযোগ দিতে পারে।
এতোই সহজ? না ঠিক তা নয়। এজন্য আপনার দরকার খুব ভালো একটা প্রোফাইল, যেটা আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। আপনার প্রোফাইলে থাকবে (আমি আপাতত Upwork নিয়ে কথা বলছি) আপনার পরিচয় - আপনি কি কাজ পারেন, এই কাজে আপনার আগে কোন অভিজ্ঞতা আছে কিনা, অথবা আপনি এই কাজটা শিখেছেন কিনা বা এই নিয়ে পড়াশোনা করেছেন কিনা। অন্য একটা মহাদেশে, অন্য একটা দেশে বসে একজন ক্লাএন্ট আপনাকে কাজ দিবে শুধুমাত্র আপনার প্রোফাইল দেখে, তাই অনলাইন মার্কেটপ্লেসে আপনার প্রোফাইলই হবে আপনার পরিচয়।
কি থাকতে হবে আপনার প্রোফাইলে? আপনার পরিচয়, আপনি কি কাজ শিখেছেন বা কি পড়েছেন, তার বিবরণ। আপনি কি কি কাজ পারেন, সেটা। এবং সবচেয়ে দরকারি - আপনার কাজের কিছু নমুনা। আপনি ক্লায়েন্টকে বললেন যে আপনি খুব ভালো লিখতে পারেন; সে বিশ্বাস করবে কেন? আপনাকে দেখাতে হবে যে আপনি কি কি লিখেছেন, এবং কতো ভালো লিখেছেন, এবং সেটা অবশ্যই আপনার নিজের কাজ হতে হবে। এজন্য আপনার ইংরেজি সাহিত্যে অনারস/মাস্টার্স থাকতে হবে না। আপনি যদি ছোট একটা লোগো ডিজাইনের কাজে এপ্লাই করেন, আপনাকে নিজের করা কিছু লোগোর নমুনা দেখাতে হবে, আপনার করা কোন কোর্সের সার্টিফিকেট নয়।
একটা কথা মনে রাখবেন, এই মার্কেটপ্লেসে প্রবেশ করতে হলে আপনাকে কাজ জানতে হবে। একজন ক্লাএন্ট আপনাকে কাজ দিবে, এবং ভালো প্রতিক্রিয়া দিবে, আপনি কাজ পারেন বলে। আপনি কোথায় পড়েছেন, কি পড়েছেন, কেমন রেসাল্ট করেছেন, আপনার সাধারণ জ্ঞান কেমন, আপনি অঙ্কে কেমন, আপনি নিউজিলেন্ডের রাজধানীর নাম জানেন কি না, আপনার বয়স কত, আপনি ছেলে না মেয়ে, আপনি বিবাহিত না অবিবাহিত - এইসব দেখে নয়। নিজেকে দক্ষ করে তারপর এই মার্কেটে আসুন, কারন আপনার দক্ষতাই এখানে আসল, আর তেমন কিছু নয়। মনে রাখবেন, এটা আন্তর্জাতিক একটা চাকরীর বাজার, এখানে আপনার প্রতিযোগী পুরো বিশ্ব, আপনাকে বিশ্বমানের হয়েই এখানে আসতে হবে, নাহলে এখানে আপনি সফল হতে পারবেন না।
আন্তর্জাতিক বেশ কিছু মার্কেটপ্লেস আছে যেগুলোতে আপনি কাজ খুজতে পারেন । যেমন, Upwork (যেটা আগে oDesk ও Elance ছিলো), Freelancer, Fiverr, PeoplePerHour, 99Design, iFreelance, ProjectForHire, ইত্যাদি। এদের মধ্যে Upwork ও Freelancer সবচেয়ে পরিচিত। গ্রাফিক ডিজাইনারদের পছন্দ 99Design ও Fiverr, আর ওয়েব ডেভেলপারদের জন্য আছে Toptal ও Envato। যারা লিখতে পছন্দ করেন তাদের জন্য আছে Constant-Content ও Make A Living Writing। এভাবেই আপনি খুজে নিতে পারেন আপনার পছন্দের প্ল্যাটফর্ম।
কেমন হয় এই অনলাইন প্ল্যাটফর্মগুলো? ঠিক যেমন চাকরীর খোঁজ দেয়া ওয়েবসাইটগুলো, যেমন bdjobs.com বা JobsA1.com. এখানে ক্লায়েন্টরা অপেক্ষা করে আছে তাদের কাজ নিয়ে, তাদের সাধ্যমত বাজেট সহ। আপনি যদি এমন কোন কাজ পান যেটা আপনি ভালো পারবেন, যেটার বাজেট আপনার সাথে মিলে, এবং যেই কাজ করতে আপনি আগ্রহী, আপনি সেখানে এপ্লাই করতে পারবেন। যদি ক্লাএন্ট আপনাকে পছন্দ করে, যদি সে মনে করে আপনি কাজটা পারবেন, তবে সে এই কাজটাতে আপনাকে সুযোগ দিতে পারে।
এতোই সহজ? না ঠিক তা নয়। এজন্য আপনার দরকার খুব ভালো একটা প্রোফাইল, যেটা আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। আপনার প্রোফাইলে থাকবে (আমি আপাতত Upwork নিয়ে কথা বলছি) আপনার পরিচয় - আপনি কি কাজ পারেন, এই কাজে আপনার আগে কোন অভিজ্ঞতা আছে কিনা, অথবা আপনি এই কাজটা শিখেছেন কিনা বা এই নিয়ে পড়াশোনা করেছেন কিনা। অন্য একটা মহাদেশে, অন্য একটা দেশে বসে একজন ক্লাএন্ট আপনাকে কাজ দিবে শুধুমাত্র আপনার প্রোফাইল দেখে, তাই অনলাইন মার্কেটপ্লেসে আপনার প্রোফাইলই হবে আপনার পরিচয়।
কি থাকতে হবে আপনার প্রোফাইলে? আপনার পরিচয়, আপনি কি কাজ শিখেছেন বা কি পড়েছেন, তার বিবরণ। আপনি কি কি কাজ পারেন, সেটা। এবং সবচেয়ে দরকারি - আপনার কাজের কিছু নমুনা। আপনি ক্লায়েন্টকে বললেন যে আপনি খুব ভালো লিখতে পারেন; সে বিশ্বাস করবে কেন? আপনাকে দেখাতে হবে যে আপনি কি কি লিখেছেন, এবং কতো ভালো লিখেছেন, এবং সেটা অবশ্যই আপনার নিজের কাজ হতে হবে। এজন্য আপনার ইংরেজি সাহিত্যে অনারস/মাস্টার্স থাকতে হবে না। আপনি যদি ছোট একটা লোগো ডিজাইনের কাজে এপ্লাই করেন, আপনাকে নিজের করা কিছু লোগোর নমুনা দেখাতে হবে, আপনার করা কোন কোর্সের সার্টিফিকেট নয়।
একটা কথা মনে রাখবেন, এই মার্কেটপ্লেসে প্রবেশ করতে হলে আপনাকে কাজ জানতে হবে। একজন ক্লাএন্ট আপনাকে কাজ দিবে, এবং ভালো প্রতিক্রিয়া দিবে, আপনি কাজ পারেন বলে। আপনি কোথায় পড়েছেন, কি পড়েছেন, কেমন রেসাল্ট করেছেন, আপনার সাধারণ জ্ঞান কেমন, আপনি অঙ্কে কেমন, আপনি নিউজিলেন্ডের রাজধানীর নাম জানেন কি না, আপনার বয়স কত, আপনি ছেলে না মেয়ে, আপনি বিবাহিত না অবিবাহিত - এইসব দেখে নয়। নিজেকে দক্ষ করে তারপর এই মার্কেটে আসুন, কারন আপনার দক্ষতাই এখানে আসল, আর তেমন কিছু নয়। মনে রাখবেন, এটা আন্তর্জাতিক একটা চাকরীর বাজার, এখানে আপনার প্রতিযোগী পুরো বিশ্ব, আপনাকে বিশ্বমানের হয়েই এখানে আসতে হবে, নাহলে এখানে আপনি সফল হতে পারবেন না।
এই আর্টিকেলটি "The Prominent" নিউজ পোর্টালে ছাপা হয়েছিলো। লিঙ্কঃ http://www.the-prominent.com/career-freelancers-article-6009/
nice and awesome , thanks for sharing this . jobs in karachi - careerz360
ReplyDelete